চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) একের পর এক নান্দনিক ইনিংস খেলেই চলেছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের এই ক্রিকেটার শনিবারের ম্যাচেও রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন ৫৭ বলে ৮৫ রান। এছাড়া সিলেটের আরেক ব্যাটার মুশফিকুর রহিম করেন ৩৫ বলে ৫৫ রান। দুই ব্যাটারই নির্ধারিত ওভার পর্যন্ত থাকেন অপরাজিত।

২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করে ১৭০ রান। রংপুরের হয়ে ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং মাহেদী হাসান।

 আরও পড়ুন : ‘নিশ্চয়ই হাথুরুর কাছে অনেক জাদুর কাঠি আছে’

এর আগে টসে হেরে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামে মাশরাফি বিন মর্তুজা বিহীন সিলেট দল। দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত অবশ্য এদিন করেন মোটে ১৫ রান। এছাড়া সিলেটের আরেক ব্যাটার জাকির হাসানও পাননি রানের দেখা। ফিরেছেন মাত্র ৭ রান করে।

২ উইকেট হারানোর পরই জুটি গড়েন হৃদয়-মুশফিক। শেষ পর্যন্ত এই জুটিকে আর ভাঙতে পারেননি রংপুরের কোনো বোলার। মাঝের সময়ে রংপুরের বোলারদের এই জুটি একরাশ হতাশাই উপহার দিয়েছেন। মুশফিক এবং হৃদয় জুটি থেকে আসে ১১১ রান। জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৭১ রান।

এসএইচ/এএইচএস