চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে ঢাকা ডমিনেটরস। টস হেরে ফিল্ডিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নাসির হোসেনের দল। তবে শুরুটা মোটেও ভালো করেনি চট্টগ্রাম দল। 

নিজেদের ব্যাটিং ব্যর্থতার দিনে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে চট্রগ্রাম সংগ্রহ করেছে ১১৮ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আরাফাত সানি। 

এর আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম দল। কেননা দলটির হয়ে এদিন রান পাননি টপ অর্ডারের কোনো ব্যাটার। মেহেদী মারুফ (৮), ইরফান শুক্কুর (৭), উন্মুক্ত চাঁদ (০),  আফিফ করেন (১) রান। তবে মিডল উইকেটে নেমে ৩০ রান করেন উসমান খান। এছাড়া রান করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শুভাগত হোম, করেছেন মোটে ১ রান। 

আরও পড়ুন: কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন নারিন-রাসেল

আরেক বিদেশি ক্রিকেটার কার্টিস ক্যাস্পায়ার করেন ১১ রান। এছাড়া ডারউইশ রাসুলি করেন ৫ রান। শেষ দিকে জিয়াউর রহমানের ব্যাটে চড়ে চট্টগ্রামের রান পার হয় একশোর উপরে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে চট্টগ্রাম সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান। জিয়া অপরাজিত থাকেন ৩৪ রানে।

এসএইচ/এফআই