লড়াইটা ছিল টুর্নামেন্টে টিকে থাকার৷ তাই দুদলই লড়েছে একদম সেরাটা দিয়ে। তাই তো লড়াই গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। তবে বড় লক্ষ্য তাড়া করেও শেষ হাসিটা হেসেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের বরিশাল দলকে বিদায় করে কোয়ালিফায়ার দুইয়ে জায়গা করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার বিপিএলের এলিমিনেটর ম্যাচে বরিশালকে  উইকেটে হারিয়েছে রংপুর।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো হয় বরিশালের। ওপেনিংয়ে পরিবর্তন এনে মিরাজকে পাঠানো হয় ইনিংসের উদ্বোধন করতে। অধিনায়কের আস্থার যথাযথ প্রতিদান দিয়েছেন ডানহাতি এ অলরাউন্ডার।

বরিশালের ইনিংসের মূল ভিত্তিই গড়ে দিয়েছেন মিরাজ। ৪৮ বলে ৬৯ রান করে শানাকার বলে ফেরেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে ফ্লেচার দ্রুত ফিরলেও অন্যপাশে মিরাজকে ভালোই সঙ্গ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও করিম জানাত।

২১ বলে ৩৪ রান করে রিয়াদ। আর জানাত অপরাজিত থাকেন ৩৩ রান করে। শেষদিকে ভানুকা রাজাপাকসেও খেলেছেন ১৭ রানের ক্যামিও ইনিংস। তাতে ১৭০ রানের সংগ্রহ পায় বরিশাল।

জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগ করার আগেই মোহাম্মদ নাইমকে হারায় রংপুর। তবে চাপ সামলে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনে নামা শামীম হোসেন। দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে নিয়ে গড়েছেন ৬১ রানের জুটি।

রনির বিদায়ের পর ১৮ রানের ক্যামিও খেলে ফেরেন নুরুল হাসান সোহান। তবে ব্যাট হাতে তখনও অবিচল শামীম। ৭১ রানের ইনিং খেলে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। শেষদিকে মেহেদী হাসান আর দাসুন শানাকা মিলে জয় নিশ্চিত করেন রংপুরের।

এনইআর