দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শেষটা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে এবারের আসরের। তাই স্বাভাবিকভাবেই আলোচনায় আসতে শুরু করেছে টুর্নামেন্টের পুরষ্কার। 

ফাইনালের আগেরদিন বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। এছাড়া ফাইনালে রানার আপ দল পাবে এক কোটি টাকা।

এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার। টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।

এসএইচ/এনইআর