ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রোটিয়া ডেরায় বড় পরিবর্তন
মন্থর ব্যাটিংয়ের কারণে দীর্ঘদিন ধরেই প্রবল সমালোচনার শিকার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক টেম্বা বাভুমা। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জন্য অনেকে তো দায়ীই করেন বাভুমাকে। তবে এরপরও বোর্ড আস্থা রেখেছিল এই ওপেনারের প্রতি। কিন্তু বড় সিদ্ধান্ত নিলেন বাভুমা নিজেই। স্বেচ্ছায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন ডানহাতি এ ব্যাটার।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে অবশ্য নতুন দায়িত্ব পেয়েছেন বাভুমা। প্রোটিয়াদের লাল বলের নতুন অধিনায়ক হয়েছেন তিনি। বাভুমাকে দায়িত্ব দেওয়ায় অধিনায়কত্ব হারিয়েছেন ডিন এলগার।
বিজ্ঞাপন
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সিএসএ। দলে এসেছে বড়সড় পরিবর্তন। বাদ পড়েছেন পেসার লুঙ্গি এনগিডি, উইকেটকিপার কাইল ভেরেনা, ব্যাটসম্যান সারেল এরউই, রাসি ফন ডার ডুসেন ও খায়া জোনদো। তবে সদ্য অধিনায়কত্ব হারানো ডিন এলগার দলে আছেন।
অধিনায়কের পাশাপাশি কোচিং প্যানেলেও পরিবর্তন আসছে প্রোটিয়াদের। সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে তারা। জাস্টিন সিমন্সের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বিজ্ঞাপন
জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন প্রায় ১৫ বছর। দেশের হয়ে ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন ৩৮ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।
এনইআর