দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে যোগদান করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে হাথুরুর সহকারী কে থাকছেন বা কে হচ্ছেন এ নিয়ে গেল কদিনে কম উত্তাপ ছড়ায়নি। নতুন করে এখনো মেলেনি হাথুরুর সহকারীর খোঁজ। তবে সহকারী কোচ চেয়ে ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে আবেদন করতে পারবে দেশি কোচরাও।

বুধবার প্রধান কোচ হাথুরুর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় সহকারী কোচ প্রসঙ্গে বোর্ড প্রধান বলেন, ‘আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যারা আগ্রহী, সবাই আবেদন করবেন। আমরা এটাই চাই। এই পজিশনে হলে তো হলোই। না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দেবো।'

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দোড়গোড়ায়। তার আগে দল নিয়ে খুব একটা সময় পাচ্ছেন না নতুন কোচ হাথুরুসিংহে। আর তাই দল নিয়ে তার সঙ্গে কোনো পরিকল্পনা হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, ‘সাধারণত কোচ এলে আমার সঙ্গে দেখা হয়। সেটা হোটেলে কিংবা আমার বাসায়। আজ এখানে এলাম। কারণ, বাকিদেরও এখানে পাবো সে জন্য। আর কোচের সঙ্গে সেভাবে আলাপ হয়নি। কারণ, সে মাত্র এসেছে। সে জন্য আমি তেমন কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু নির্বাচকদের সঙ্গে কথা বলে জানলাম, সে অনেকটা ধারণা নিয়ে এসেছে। কে কতবার কীভাবে আউট হয়েছে, সেটা নিয়েও না কি কথা বলছিল সে।'

এসএইচ/এফআই