ইন্দোরে রাহুলের পরিবর্তে গিলকে চান শাস্ত্রী
ছবি: সংগৃহীত
গত কয়েক মাস ধরেই জাতীয় দলের হয়ে পারফর্ম করতে পারছেন না লোকেশ রাহুল। সেটা সাদা কিংবা লাল উভয় বলের ক্রিকেটেই। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে আসন্ন ইন্দোর টেস্টে একাদশে চান না রবি শাস্ত্রী। রাহুলের পরিবর্তে শুভমান গিলকে খেলানোর পক্ষে ভারতের সাবেক এই কোচ।
শাস্ত্রী বলেন, 'সে (গিল) এই মুহূর্তে ভালো খেলছে। সে রান করুক আর নাই করুক, ফর্ম এবং প্রতিভা বিবেচনায় একটা সুযোগ তার প্রাপ্য। সত্যি কথা বলতে, তাদের ভাবা উচিত।'
বিজ্ঞাপন
টেস্ট ক্রিকেটে গত বছর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ রাহুল। ২০২২ সালে ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে ৮ ইনিংসে ব্যাটিং করেছেন তিনি। যেখানে ১৭.১৩ গড়ে করেছিলেন ১৩৮ রান। আর চলতি বছর তিন ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ সবমিলিয়ে ৩৮ রান।
চলমান বোর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম দুই টেস্টের দুটিতেই জিতেছে ভারত। অথচ এখানেও ব্যর্থ রাহুল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করেছিলেন তিনি। পরের টেস্টের প্রথম ইনিংসে করেন ১৭ রান। আর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরেই।
বিজ্ঞাপন