বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে ঢাকায় আসার পরই অনুশীলন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে মূল ম্যাচে টাইগাদের পরিকল্পনা কিরকম হবে তার ধারণা দিতে তিনি আজ সংবাদ সম্মেলনে আসেন। জানিয়েছেন, এবারের সিরিজে টাইগাররা কেমন ক্রিকেট খেলবে সে বিষয়ে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে তিনি শিষ্যদের কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেট প্রত্যাশা করেছেন।

টাইগাররা আগে থেকেই আক্রমণাত্মক ক্রিকেটে অভ্যস্ত উল্লেখ করে হাথুরু বলছেন, ‘আমি শেষবার যখন এখানে ছিলাম তখনও বাংলাদেশ দল আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। আমি এটা বিশ্বাস করি না যে, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলি, আপনি শুধু ব্যাটারদের দিয়ে আক্রমণাত্মক ক্রিকেটকে সংজ্ঞায়িত করতে পারেন না।’

আরও পড়ুন : ‘দলে প্রভাব না পড়লে খেলোয়াড়দের দ্বন্দ্বে সমস্যা নেই : হাথুরু’

কেবল ব্যাট-বলেই নয়, ফিল্ডিংয়েও আক্রমণাত্মক থাকার কথা বলছেন এই লঙ্কান কোচ, ‘আক্রমণাত্মক ফিল্ডিং সেট করাও এর একটা অংশ। আক্রমণাত্মক ক্রিকেট খেলার অনেক উপায় আছে। শুধু মাঠের বাইরে বল পাঠানোই আক্রমণাত্মক ক্রিকেট নয়। খেলোয়াড়দের মাঝে এই মনোভাবটাও আনার চেষ্টা করছি। সেটি হোক ফিল্ডিং, বোলিং কিংবা ব্যাটিংয়েও। এই পরিকল্পনাতেই সামনে এগোতে চাই।’

এদিকে লিটনের সঙ্গেও বিশেষভাবে মাঠে হাথুরুর কাজ করতে দেখা যায়। তাকে নিয়ে বিশেষ কোন কাজ করছিলেন কি-না তার জবাবে হাথুরু জানান, ‘আমরা শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম। কোন উপদেশ দিচ্ছিলাম না। ওর ব্যাটিং মানসিকতা নিয়ে কথা হচ্ছিল। সে আমাকে জানাচ্ছিল তার সম্পূর্ণ প্রস্তুতির বিষয়ে।’

এসএইচ/এএইচএস