প্রেসবক্সে এসে ইংল্যান্ডের খেলা দেখছেন ইমরুল
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। এবারের বাংলাদেশ দলের স্কোয়াডে নেই ওপেনার ইমরুল কায়েস। তবে দলকে সমর্থন দিতে ঠিকই মাঠে এসেছেন টাইগারদের এই ওপেনার। মিরপুর শেরে-ই বাংলা মাঠের প্রেসবক্সে এসে দেখেছেন খেলা।
ম্যাচের বয়স যখন চৌদ্দ ওভার। সে সময় প্রেসবক্সে প্রবেশ করেন ইমরুল। এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করেন। এরপর বসে পড়েন চেয়ারে। তবে ম্যাচের ২০ ওভার চলা অবস্থায় ত্যাগ করেন প্রেস বক্স।
বিজ্ঞাপন
এই মুহুর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৯৬ রান ৩ উইকেট হারিয়ে। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সাথে রয়েছেন সাকিব আল হাসান।
এসএইচ
বিজ্ঞাপন