৩০-৪০ রান বেশি হলে জয় কঠিন হতো: মালান
শেষ ১১ ওভারে জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৯ রান। আর বাংলাদেশের প্রয়োজন ছিল মোটে ৩ উইকেট। তবে শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড দল। মূলত ইংলিশ ব্যাটার ডেভিড মালানের অপরাজিত ১১৪ রানে ভর করে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে সফরকারীরা।
ম্যাচটা একসময় পেন্ডুলামের মতো দুলছিল, কারা তুলে নেবে জয় এমন অপেক্ষা বাড়ছিল কেবল। তবে মিরপুর শেরে-ই বাংলার এমন উইকেটে রান বের করা যে বেশ কঠিন সেটা মালান নিজেও জানালেন।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে মালান বলেন, ‘রান করা খুব কঠিন ছিল। আমি বাটলারকে বলেছিলাম, ওরা ৩০-৪০ রান বেশি করলে খুবই কঠিন হতো। শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসতে পারায় খুশি। তবে এই উইকেটে রান তাড়া করা কঠিন হবে সেটা জানতাম। আমরা জানি, তাদের স্পিন আক্রমণ কত শক্তিশালী। মিডলে ছোট ছোট জুটি খুব কাজে দিয়েছে।’
এছাড়া বাংলাদেশের বিপিএল খেলার অভিজ্ঞতা যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে মালানের। এমন ইনিংস খেলার পর স্মরণ করলেন সেই কথাও। তবে ম্যাচের অষ্টম উইকেট জুটিতে মালানের সঙ্গে ৫১ রানের জুটি গড়া আদিল রশিদকেও কৃতিত্ব দিয়েছেন ইংলিশ টপ অর্ডার এই ব্যাটার।
বিজ্ঞাপন
মালান বলছিলেন, ‘বিপিএলের জন্য এখানে (বাংলাদেশে) যে সময় কাটিয়েছি তা সত্যিই কাজে এসেছে। রশিদ আবারও মনে করালেন, সে ব্যাট হাতে কত ভালো। সে সত্যিই চাপটা খুব ভালো সামলেছে।’
এসএইচ/এফআই