ছবি: সংগৃহীত

আগামী ২০২৪ সালেই রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে ভালো করতে এখন থেকেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বিশ্বকাপকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ২২ থেকে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করেছে বোর্ড।

যে কারণে সবশেষ ঘোষিত ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তরুণ কয়েকজন ক্রিকেটার। যারা সবশেষ বিপিএলে ব্যাট কিংবা বল হাতে করেছেন দুর্দান্ত পারফর্ম। এর মধ্যে রয়েছেন তরুণ তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা। এছাড়া দারুণ পারফর্ম করে ৭ বছর পর ফিরেছেন রনি তালুকদান। ফিরেছেন শামীম পাটোয়ারীও। 

বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনজাজুল আবেদীন নান্নু বলেন, 'বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি।'

'আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরের একটা পরিকল্পনা আছে। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।'

এসএইচ/এইচজেএস