ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারের পর নিশ্চিতভাবেই হারের উপযুক্ত কোনো ব্যাখ্যা নেই তামিম ইকবালের কাছে। প্রথম ম্যাচ হেরেই দলটি ব্যাকফুটে চলে যায়। আর দ্বিতীয় ম্যাচ সিরিজ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের। টানা দুই ম্যাচে হারের পর বেশ কয়েকজন খেলোয়াড়ের দলে থাকা নিয়ে কথা উঠেছে। সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়েই টাইগার অধিনায়ক বলছেন, আমিসহ দলের কেউই অটোচয়েজ নন।

টানা দুই ম্যাচেই বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি পেসার মুস্তাফিজুর রহমান। তাই তাকে নিয়ে প্রশ্ন উঠলে তামিম ইকবাল বেশ ঘুরিয়েই উত্তর দিয়েছেন।

তামিম বলছেন, ‘অটো চয়েজ বলতে কোনো কিছু নেই। আমিও অটো চয়েজ না। আমাদের দলে এরকম কেউই নেই। আমি যদি ধারাবাহিক পারফর্ম না করি, যদিও দলের অধিনায়ক... আমিও দলে থাকব না। অটো চয়েজ বলে কিছু নেই। এটা আসলে আমাদের অনেক বিশ্বাসের ওপর, যে যেভাবে ভাবে আরকি।’

তামিম আরও বলেন, ‘আমি মনে করি সে (মুস্তাফিজ) সেরাটা দিতে পারে, আগেও সেটা করেছে। ওর খুব ভালো ডিফেন্সিভ স্কিল আছে। হয়তো উইকেট নেওয়ার স্কিলটায় তার আরও উন্নতি করতে হবে। একজন খেলোয়াড় সব সময় একই গ্রাফে যায় না। সবসময় ওর ওপর আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস সে ঘুরে দাঁড়াবে।’

ঘরের মাটিতে এতবছর পর সিরিজ হার নিয়ে তামিম বলেন, ‘দেশের মাটিতে ওয়ানডেতে ৭ বছর পর সিরিজ হারলাম। তবে এতেও আমাদের উন্নতি আছে। এ ধরনের রেকর্ড ধরে রাখা সহজ না। এটা দুভার্গ্যজনক আমরা হেরে গেছি। আগের বারও বোধ হয় একই দলের (ইংল্যান্ডের) কাছে হেরেছিলাম।’

এসএইচ/এএইচএস