ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে রান পাননি তামিম ইকবাল-লিটন দাসরা। ১৭ রানে ২ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ দল। এই মুহূর্তে স্বাগতিকদের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৮ রান। 

সাবধানী শুরুর পর ৭৮ বলে শান্ত ও মুশফিক জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ। ৪৩ বলে ২৮ রানে ব্যাট করছেন মুশফিক এবং ৪৪ বলে ২৬ করেছেন শান্ত। 

সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার। 

এসএইচ/এফআই