বাইশগজে অভিষেকের পর একের পর এক কীর্তি। হয়ে উঠেছেন ক্রিকেটবিশ্বের সেরাদের সেরা। তবে দীর্ঘ ক্যারিয়ারে বিতর্ক পিছু ছাড়েনি। আপত্তিকর অঙ্গভঙ্গি থেকে জুয়াড়ির প্রস্তাব গোপন—নিষিদ্ধ হয়েছেন কয়েক দফায়। মাঝে রাজনীতিতে যোগ দেওয়ার প্রবল গুঞ্জন ছিল। সব মিলিয়ে বায়োপিক করার জন্য সাকিব আল হাসানের জীবন দারুণ ‘সিনেমাটিক’। 

পাশের দেশ ভারতে বেশ কয়েকজন খেলোয়াড়ের জীবনের গল্প পর্দায় দেখা গেলেও বাংলাদেশে সেভাবে হয়নি। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু মাশরাফির অনুমতি না পাওয়ায় কাজটি এগোয়নি।

এবার গুঞ্জন সাকিবের বায়োপিক নিয়ে। শোনা যাচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডারের বায়োপিক নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তবে সেটি বায়োপিক হবে নাকি ডকুমেন্টারি সেটা নিশ্চিত হওয়া যায়নি এখনো। এছাড়া চরকির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। 

এদিকে চরকির সিইও রেদোয়ান রনির সঙ্গে ইতোমধ্যে সাকিব আল হাসানকে দেখা গেছে। আর সে কারণেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা।

এসএইচ/এফআই