লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়িয়েছে শুক্রবার (১০ মার্চ)। আর এ ম্যাচে ভারতের সাবেক সব ক্রিকেটারদের নিয়ে দল গঠন করে ইন্ডিয়ান মহারাজাস। এছাড়া এশিয়ার অন্যান্য দেশ থেকে খেলোয়াড় নিয়ে দল গঠন করে এশিয়ান লায়নস। আর শুরুর এই ম্যাচে মহারাজাস দলকে হারিয়েছে এশিয়া দল।

দোহায় শুক্রবার রাতে এই লড়াইয়ে শহিদ আফ্রিদির এশিয়া দল ৯ রানে হারিয়েছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া দলকে। এ ম্যাচে এশিয়া একাদশে ছিলেন বাংলাদেশি ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এছাড়া পাকিস্তান এবং শ্রীলঙ্কার থেকে চারজন করে এবং আফগানিস্তান ও নেপালের একজন করে খেলোয়াড় এই ম্যাচে খেলেন।

তবে আজব ব্যাপার হলো ম্যাচে শুধু ফিল্ডিংই করেছেন রাজ্জাক। না ব্যাটিং, না বোলিং-কোনো জায়গায়ই তাকে কাজে লাগাননি অধিনায়ক আফ্রিদি। এদিন প্রথমে ব্যাট করে এশিয়া দল সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান। দলের হয়ে মিসবাহ উল হক ৫০ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়া ৪০ রান করেন উপল থারাঙ্গা।

জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়ান মহারাজাসের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৬ রানে। দলের হয়ে গৌতম গম্ভীর ৩৯ বলে সর্বোচ্চ ৫৪ এবং মুরালি বিজয় ১৯ বলে ২৫ রান করেন। এশিয়ার হয়ে সোহেল তানভীর ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এসএইচ/টিএম