বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ইংলিশ ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় লিখেছে, ‘আমাদের জোরালো চেষ্টা ছিল, তবে বাংলাদেশে তার চেয়েও ভালো খেলে সিরিজ জিতেছে’। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই এমন সিরিজ হার মেনে নিতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন। তার মতে, বাংলাদেশে যেভাবে তীব্রতা নিয়ে খেলেছে, ইংল্যান্ডের খেলাটার প্রতি একই সম্মান দেখানো উচিত ছিল। 

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কমফোর্ট ফরম্যাট বলতে গেলে ওয়ানডের নামই প্রথমে আসবে। এরপর কালেভদ্রে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচে জয়ের দেখা মেলে। তবে সেই সমীকরণ ছাপিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে সাকিব আল হাসানের দল। তাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাঘা বাঘা প্রতিপক্ষকে বধ করে বিশ্বজয় করা ইংল্যান্ড বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজেই হেরে গেছে। 

যদিও বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ ঠিকঠাক পার করলেও টি-টোয়েন্টি সিরিজে পথ হারায় ইংলিশরা। প্রথম ম্যাচে চট্টগ্রামে ৬ উইকেটের হারের পর সবশেষ রোববার বাংলাদেশের বিপক্ষে ১১৭ রানে গুটিয়ে ৪ উইকেটে ম্যাচ হেরেছে তারা। চলতি সিরিজটিতে টেনেটুনে ১৩ সদস্যের স্কোয়াড ছিল ইংল্যান্ডের। এই ১৩ জনের মধ্যেও রিস টপলি ছিলেন ইনজুরিতে। সবচেয়ে বেশি সংকট ছিল ব্যাটারদের তালিকায়। মোটে ৪ জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলেছে বিশ্বসেরারা। 

সফরকারীদের এত ছোট স্কোয়াড নিয়ে খেলা পছন্দ হয়নি নাসের হুসেইনের। তীব্র সমালোচনা করে বলেন, 

 

বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে পিএসএল খেলতে পাকিস্তানে চলে গেছেন জেসন রয়। সেখানে আগে থেকেই ছিলেন স্যাম বিলিংস, আলেক্স হেলসরা। এসব খেলোয়াড়দের আগেই ছুটি দেওয়ায় এই সিরিজে রাখা সম্ভব ছিল না। তাছাড়া চোটে থাকায় অনেকদিন ধরে নেই লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টোরা।

নির্বাচকদের সীমাবদ্ধতা নিয়ে নাসের বলেন, নির্বাচকদের একাধিক বিষয় মাথায় রেখে স্কোয়াড সাজানো কঠিন কাজ ছিল। যেহেতু অ্যাশেজের মতো সিরিজ সামনে আসছে, এজন্য তারা টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছে। সাদা বলের খেলোয়াড়দের টেস্টে রেখেছে। কয়েকজন চোটে আছে। কাউন্টি মৌসুমও আসছে ইত্যাদি। কিন্তু আমাদের ১৮টি কাউন্টি। আমরা যদি বাংলাদেশে একজন ব্যাটার পাঠাতে না পারি…। 

ইংলিশ অধিনায়ক জস বাটলারের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, 

 

বাটলারদের সমালোচনা করলেও প্রতিপক্ষ বাংলাদেশের প্রশংসা করে নাসের বলেন, ‘বাংলাদেশ খুব সুন্দর খেলেছে। তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে, যা মাঠে তাদের ভয়ঙ্কর পারফরম্যান্সেরই ফল।’

এফআই