ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম ওভারে অভিষিক্ত তানভীর ইসলামকে আক্রমণে আনলেন সাকিব আল হাসান। অবশ্য শুরুটা হয়েছিল বাজে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই হজম করেছিলেন বাউন্ডারি। তবে ঘুরে দাঁড়াতে সময় নিলেন না বাঁহাতি এ স্পিনার। এক বল পরই অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এই স্পিনার। সল্টকে শূন্য রানে ফিরিয়ে ক্যারিয়ারের অভিষেক ম্যাচের প্রথম ওভারে অভিষেক উইকেট শিকার করেন তানভীর।

সর্বশেষ বিপিএলে দুর্দান্ত বোলিং করেছিলেন তানভীর ইসলাম। পুরস্কারস্বরূপ ডাক পান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ না মিললেও শেষ ম্যাচে এসে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন তানভীর। 

১ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৮ রান। 

এর আগে হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া সিরিজজুড়ে দ্যুতি ছড়ানো নাজমুল হোসেন শান্ত আজও ৪৭ রানে অপরাজিত ছিলেন। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। 

অবশ্য আজ শুরুটা যেমন হয়েছিল, শেষটা তেমন হয়নি। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১৩১ রান। কিন্তু ২০ ওভার শেষে তা হলো কেবল ১৫৮। অর্থাৎ শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান। এ ৫ ওভারে বাংলাদেশ মারতে পেরেছে কেবল একটি বাউন্ডারি। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় একইরকম অবস্থা হয়েছিল ইংল্যান্ডেরও।

এইচজেএস/এফআই