ছবি: সংগৃহীত

মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এদিনই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি পেয়েছে টাইগাররা। তবে শেষ ম্যাচের আগেও এমন কিছু সাকিব আল হাসানের ভাবনাতে ছিল না। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব বলেন, 'ওভাবে ছিল না। কিন্তু সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি। আমাদের ম্যাচ জিততে হবে বা এমন কিছু হবে। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখতে, বোলিংয়ে, ফিল্ডিংটা আমাদের তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ হয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ রান ডিফারেন্স মেক করে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।’

এছাড়া বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে সাকিব বলেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করেছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।’ 

এসএইচ/এইচজেএস