আবছা রোদ নিয়ে শুরু হয় আজকের দিনটি (১৫ মার্চ)। তবে সে রোদ বেশিক্ষণ স্থায়ী হয়নি। উল্টো বেলা কিছুটা গড়াতেই শুরু হয় বৃষ্টি। আর এমন পরিস্থিতিতেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। 

বুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সালাউদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা লেপার্ড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব

প্রথম দিন ঢাকা লেপার্ডের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ৩.৫ ওভার হওয়ার পরই বাগড়া দেয় বৃষ্টি। এর আগে ঢাকা লেপার্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২০ রান। দিনের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফি মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে অগ্রণী ব্যাংক। ফতুল্লায় বৃষ্টি না থাকায় সে ম্যাচ অবশ্য সাবলীল ভাবেই চলছে।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের কারণে বেশিরভাগ ম্যাচই মিরপুরের বাইরে অনুষ্ঠিত হবে। বিকেএসপির দুটি মাঠ ও ফতুল্লায় ভেন্যু ঠিক করা হয়েছে। এছাড়া মার্চ মাসেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সে বিষয়টি কথা মাথায় রেখেই সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএইচ/এএইচএস