সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন তৌহিদ হৃদয়। আসরজুড়েই ছিলেন ফর্মের তুঙ্গে। ভালো খেলার সুফলও পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই ক্রিকেটার। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন টাইগার স্কোয়াডে। সবশেষ টি-টোয়েন্টিতে অভিষেকটাও হয়ে গেছে তার। 

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি শেষ হতে না হতেই শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এর মাঝেই মাঠে গড়াল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। উদ্বোধনী দিনে দারুণ ইনিংসে আয়ারল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের এক প্রকার বার্তা দিয়ে রাখলেন তৌহিদ হৃদয়। 

বুধবার ম্যাচ শেষে শোনালেন নিজের পরিকল্পনার কথা। বলেন, ‘আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। চেষ্টা করি প্রতিদিন কীভাবে উন্নতি করা যায়, প্রতিদিন কিছু না কিছু শিখতে। মানসিকতাও বদলানোর প্রয়োজন ছিল। এখন আমি আমার পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি।’

আরও পড়ুন: সাকিবের মতো বিশ্বসেরা হতে চান মিরাজ

জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে ব্যাটে নামার প্রয়োজন হয়নি হৃদয়ের। ডিপিএলে সুযোগ কাজে লাগানোর কথা বলে এই ব্যাটার বলেন, ‘আমি ব্যাটিং করার সুযোগ পাইনি। আজ (বুধবার) একটা সুযোগ ছিল। চেষ্টা করছিলাম, যেহেতু সুযোগ আছে।’

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে আজ প্রথম ম্যাচেই ৩০ বলে ৫৪ রান করে ম্যাচসেরা হয়েছেন হৃদয়, ‘আমার পরিকল্পনাই ছিল এভাবে ব্যাটিং করার। সুযোগ আর পরিস্থিতিও নিজের অনুকূলে ছিল। সামনে জাতীয় দলের খেলা আছে। যে পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবেই ব্যাটিং করার চেষ্টা করি।’

এসএইচ/এফআই