ছবি: সংগৃহীত

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট (ডিপিএল) লিগে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিলেন এনামুল হক বিজয়। গতবার যেখানে শেষ করেছিলেন এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন এই ওপেনার। আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এদিন 'লিস্ট এ' ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন বিজয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে আবাহনী লিমিটেড। সেখানে ১০৯ বলে ৪ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি পান বিজয়। শতক পূর্ণ করার পর অবশ্য হাত খুলে খেলেন বিজয়। তবে ১১৮ বলে ১২৩ রান করে ফেরেন এই ওপেনার। 

'লিস্ট এ' ক্রিকেটে আজকের সেঞ্চুরি দিয়ে ৬ হাজারি রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন বিজয়। এর আগে ১৭৭ ম্যাচের ১৭২ ইনিংসে ব্যাটিং করে বিজয়ের নামের পাশে ছিল ৫৯৩৩ রান। আজকের সেঞ্চুরিসহ 'লিস্ট এ' ক্রিকেটে তার তিন অঙের সংখ্যা এখন ১৬ টি।

গত বছর ডিপিএলে  প্রাইম ব্যাংকের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন বিজয়। ডিপিএলের সেই ফর্ম টেনে নিয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজেও। রোডেশিয়ানদের বিপক্ষে ৩ ওয়ানডেতে ১৬৯ রান করেছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ব্যর্থ হয়ে আবারও ছিটকে যান দল থেকে।

এদিকে আবাহনীর হয়ে এদিন রান পেয়েছেন আফিফ হোসেন, নাইম শেখরাও। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭২ রান সংগ্রহ করেছে আবাহনী।

এসএইচ/এইচজেএস