ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে রাঙিয়েছেন তাওহীদ হৃদয়। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই খেলেছেন ৯২ রানের ঝকঝকে এক ইনিংস। বাংলাদেশ দলও এদিন জিতেছে ১৮৩ রানের বড় ব্যবধানে। আর দলের জয়ের পর ৯২ রানের ইনিংস খেলার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন হৃদয়।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হৃদয়। আর সেখানেই এই ক্রিকেটার কথা বলেছেন ভিন্ন এক বিষয় নিয়ে। মিডিয়া পাড়া কিংবা দর্শকদের মধ্যে হৃদয়কে তৌহিদ নামে ডাকা হয়ে থাকে। তবে তরুণ এই ক্রিকেটার আজ জানালেন তৌহিদ তার আসল নাম না। তার নাম হবে তাওহিদ হৃদয়। 

নিজের সঠিক নাম জানিয়ে এসময় হৃদয় বলেন, 'আমার আসল নাম হচ্ছে তাওহীদ হৃদয়। সবাই তৌহিদ হৃদয় বলে। আমি এটা অনেক জায়গাতেই বলেছি। যখন থেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলি তখন থেকেই। কিছু জায়গায় দেখি। এখনও দেখি বেশির ভাগ জায়গায় এটা চলতেছে।'

এরপর নিজের নামের বানানও জানিয়ে গেলেন এ তরুণ ক্রিকেটার, 'আমার নাম তাওহীদ হৃদয় ডাকলে ভালো লাগে। তাওহীদের সুন্দর একটা মিনিং আছে তো। এর বানান হচ্ছে (ইংরেজি) টি এর পর এ হবে। (বাংলায়) ত আকারের পর ও।' 

এসএইচ/এইচজেএস