ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেসাররা বল হাতে আলো ছড়াচ্ছেন। যার সুফল পাচ্ছে বাংলাদেশ দলও। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, এরপর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি জয়, আর সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। যেখানে তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আর পেসারদের এমন বোলিংয়ে খুশি টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আজ রোববার সিলেটে তিনি বলেন, 'আমরা সবাই অনুপ্রাণিত। আমাদের এখন ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সবমিলিয়ে আমাদের খুব ভালো ব্যাটিং, পেস বোলিং আর স্পিন আছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’ 

এদিকে স্পিনারদের প্রশংসা করে হেরাথ বলেন, 'নাসুম ভালো বল করে তিন উইকেট নিয়েছে। আমার মনে হয় ছেলেরা কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। আমি খুশি ও গর্বিত তারা যেভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে আর উইকেট পড়তে পারছে। এটাই চ্যালেঞ্জ যখন আপনি কন্ডিশনের সাহায্য পাবেন না। কীভাবে আমরা এমন কন্ডিশনে বোলিং করবো।' 

তাইজুলকে না নিয়ে নাসুমকে নেওয়ার কারণ জানিয়ে হেরাথ বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে ভালো করেছেন তাইজুল। এখন আমরা নাসুমকে সুযোগ দিচ্ছি। আমরা বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড বাড়াতে চাই। আমাদের আক্রমনাত্মক মনোভাব অটুট থাকে তাও নিশ্চিত করতে হবে।'

এসএইচ/এইচজেএস