প্রথম ৩৬ বলের ২৯টিই ডট। 

প্রথম বাউন্ডারি ইনিংসের পঞ্চম ওভারে। 

আগের ম্যাচেই ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তবে সিরিজ নিশ্চিতের ম্যাচে সোমবার (২০ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

অবশ্য সাবধানী শুরুর পরও দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল।

ইনিংসের ১০তম ওভারের শেষ বলে লিটন শর্ট ফাইন লেগে ঠেকিয়ে সিঙ্গেল নিতে গেলে ফিল্ডার মার্ক আডিরের সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে যায়। আর এতে ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান তামিম।

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্য বিশেষ একটা দিন আজ। কেননা আজ ক্যারিয়ারের ৩৪তম জন্মদিনে পা রাখলেন টাইগার এই ওপেনার। তবে জন্মদিনে ব্যাট হাতে রাঙাতে পারলেন না। অবশ্য একটা মাইলফলক স্পর্শ করেছেন ঠিকই। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ হয়েছে তার। 

এই মুহূর্তে ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ব্যাট করছেন লিটন। ১২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫২ রান।

এসএইচ/এফআই