ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে বৃহস্পতিবার। তবে শেষ ওয়ানডে ম্যাচে থাকছেন না টাইগারদের বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না আফিফ হোসেনের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও বাঁহাতি এই ব্যাটারকে থাকতে হয়েছিল একাদশের বাইরে। এদিকে চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও ব্যাটিংয়ে নামা হয়নি বাঁহাতি এই ব্যাটারের। বলা যায় এবার এক প্রকার স্কোয়াড থেকে বাদই পড়লেন।
আফিফের ফেরা প্রসঙ্গে বাশার বলেন, 'স্কোয়াড ছোট করে দিয়েছি। দ্বিতীয় ওয়ানডের জন্য তো আমাদের দল ছিল ১৫ জনের তবে শেষ ম্যাচের জন্য সেটা আমরা ছোট করে দিয়েছি। শেষ ম্যাচের দল থাকবে ১৪ জনের। যেহেতু ব্যাকআপ খেলোয়াড় রয়েছে এছাড়া সেক্ষেত্রে কাউকে বসিয়ে রেখে তো লাভ নেই।'
আফিফের সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও বাংলাদেশ দল দুর্দান্ত ফর্মে আছে। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও তার আগে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়েছিল তামিম ইকবালের দল। 
 
এসএইচ/এইচজেএস