ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের ‘কীর্তি’ গড়েছে ভারত। তার উপর দ্বিতীয় টেস্টে নেই অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ শামি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট প্রতিকূল ভারতের। তবুও সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের বিশ্বাস, বোর্ডার গাভাস্কার সিরিজেই ঘুরে দাঁড়ানো পারবে দলটি।

প্রথম ম্যাচের প্রথম ইনিংস শেষে ৫৩ রানের লিড পেয়েছিলো ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যাওয়ায় সে লিডটা আর কাজে লাগাতে পারেনি কোহলি বাহিনী। এই ম্যাচে ভারতের ব্যাটিং দূর্বলতা স্পষ্টই দেখা গেছে। তবে শ্রীকান্তের অভিমত, দূর্বলতা আছে অজি ব্যাটিং লাইনআপেও। 

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ খুব ভালো কিছু নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আমার মনে হয়, অজি ব্যাটিংয়ের ৩০ শতাংশ ডেভিড ওয়ার্নার আর বাকি ৩০ শতাংশ স্মিথ। অন্যান্যরা বাকি অংশে। তাদের বোলিং বিশ্বমানের হলেও ব্যাটিং খুব শক্তিশালী বলে মনে হয় না। ভারতের সামনে একে কাজে লাগানোর সুযোগ।’

অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ ডেভিড ওয়ার্নার চোটের কারণে প্রথম টেস্টে ছিলেন না। থাকবেন না আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও। 

তবে ভারতীয় শিবিরেও আছে অনুপস্থিতির ধাক্কা। প্রথম টেস্টে ব্যাট করার সময়ে পাওয়া ডান কনুইয়ের চোট শামিকে ছিটকে দিয়েছে দ্বিতীয় টেস্ট থেকে। অধিনায়ক কোহলিও থাকছেন না। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে ফিরে এসেছেন দেশে। তাদের ছাড়া কাজটা কঠিনই হবে, অভিমত শ্রীকান্তের। 

সাবেক ভারতীয় ব্যাটসম্যান বললেন, ‘প্রথম টেস্টে মানসিকতা অতিমাত্রায় রক্ষণাত্মক ছিলো আমাদের। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের, সেটা ইতিবাচক মানসিকতা নিয়ে। এটাই লড়াইয়ের জন্যে সেরা পথ। তবে ‘কিং’ কোহলি ও শামিকে ছাড়া কঠিন হবে কাজটা, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।’

তবে আগামীকাল শনিবার যখন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দুই দল, ভারত লড়বে প্রাণপণেই, বিশ্বাস শ্রীকান্তের। বললেন, ‘আমি একটা ব্যাপারে নিশ্চিত, লড়াই ওরা করবেই। আগের টেস্টে যা হয়েছে সেজন্যে দলের সবাই হতাশ। তবে একে একটা দুঃস্বপ্ন ভেবে পেছনে ফেলে আসতে হবে দলকে।’

এনইউ