ছবি: সংগৃহীত

ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছিল আয়ারল্যান্ড। সিরিজের কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে পারেনি তারা। তবে এবার টি-টোয়েন্টি সিরিজে ভালো করবে বলে আশাবাদী রস অ্যাডায়ার। তবে এই আইরিশ অলরাউন্ডার মনে করেন, ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানো সহজ হবে না।

শনিবার দলীয় অনুশীলন শেষে চট্টগ্রামের সংবাদ সম্মেলন কক্ষে কথা বলেন অ্যাডায়ার। দলের প্রতিনিধি হয়ে আসা অ্যাডায়ার বলেন, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজের ফল নিয়ে) হতাশ, তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে সুযোগ দেখছি, নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’

ওয়ানডেতে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে ভয় পায় না আয়ারল্যান্ড, এমনটা দাবি করে অ্যাডায়ার বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’ 

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সাফল্যের কথা জানিয়ে অ্যাডায়ার বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি।'

এসএইচ/এইচজেএস