রোহিত শর্মা/ছবি: মিড ডে

বাঁচা মরার লড়াইয়ে শুরুতে ব্যাট করে বড় সংগ্রহ তুলে নিয়েছিল ভারত। শুরুটা ভালো করেও এতে বড় অবদান রাখতে পারেননি রোহিত শর্মা। তবে এরপরও বেশ কিছু মাইলফলক ছোঁয়া হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের।

আহমেদাবাদের মোতেরায় চতুর্থ টি২০-তে ১২ রানের ইনিংস খেলার পথে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোহিত। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেবল বিরাট কোহলিরই দখল ছিল এ কীর্তিতে।

বিশ্ব ক্রিকেটে অবশ্য কোহলিই প্রথম ব্যক্তি নন। তার আগে এ মাইলফলক ছুঁয়েছিলেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক ও ব্রেন্ডন ম্যাককালাম। কোহলির পর ৯০০০ রানের ক্লাবে নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও এবি ডি ভিলিয়ার্স। এ তালিকায় বৃহস্পতিবার রাতে সর্বশেষ সদস্য হিসেবে নাম লেখান রোহিত। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিতে হলে আরও অনেক দূর হাঁটতে হবে রোহিতকে। ১৩,২৯৬ রান নিয়ে চূড়ায় আছেন গেইল। 

টি-টোয়েন্টিতে ৯০০০ রান আছে যাদের

ব্যাটসম্যান রান
ক্রিস গেইল  ১৩২৯৬
কাইরন পোলার্ড   ১০৩৭০
শোয়েব মালিক  ৯৯২৬
ব্রেন্ডন ম্যাককালাম  ৯৯২২ 
বিরাট কোহলি  ৯৬৫০ 
ডেভিড ওয়ার্নার  ৯৪৫১ 
অ্যারন ফিঞ্চ  ৯১৪৮ 
এবি ডি ভিলিয়ার্স  ৯১১১ 
রোহিত শর্মা ৯০০১

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে রোহিত ইনিংসের শুরুটাই করেছিলেন আদিল রশিদকে ছক্কা মেরে। তাতে আরও এক রেকর্ড এসে লুটিয়ে পড়ে তার পায়ে। প্রথম ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের মাঠে ৫০ ছক্কার কীর্তি গড়ে দেখান তিনি।

এনইউ/এটি