দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ থেকে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার। প্রায় ৮ বছর দলে ফিরেই রনি ওপেনিংয়ে দারুণ পারফর্ম করছেন। তাকে এত বছর পর দলে ফেরানো যে অযথা ছিল না, যেন সেটাই প্রমাণ করছেন বার বার। আইরিশদের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৭ এবং দ্বিতীয় ম্যাচে ৪৪ রান করেন রনি। এর আগে অবশ্য সর্বশেষ বিপিএল আসরে রানের ফুলঝুরি ছুটিয়ে তিনি নির্বাচকদের নজর কাড়েন।

আজ (৩০ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলন না থাকায় রনিসহ দলের প্রায় সবাই টিম হোটেলে কাটিয়েছেন। সেখানেই তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

এ সময় টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠতেই রনি বলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়, যা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই ইন্টেন্ট ও মন-মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর দাপট দেখানোর চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘উনার এই জিনিসটাই আলাদা যে নিজের দাপুটে চিন্তা-ভাবনা তিনি দলের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তার কথা হচ্ছে আমরা বাঘের মতোই খেলব। আমরা দাপট দেখানোর চেষ্টা করব। আমাদের ডর-ভয় থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামব। কখনও ব্যর্থ হতে পারি, আবার দেখা যাবে সফলও হব। যদি আমরা এ জিনিসটা ধরে রাখতে পারি তাহলে সফলতার হার বাড়বে।’

নিজের খেলার ধরন সম্পর্কে রনি জানান, ‘শুরু থেকেই আমার খেলার ধরন এমন ছিল। আমার টিম ম্যানেজমেন্ট আমাকে খেলার ধরন অনুযায়ী খেলতে দিচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বললো বিপিএলের জিনিসটা এখানে করো।’

এসএইচ/এএইচএস