আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বছর আগের রেকর্ড ভেঙেছেন লিটন দাস। ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে করা অর্ধ-শতকের রেকর্ড এখন লিটনের দখলে। আশরাফুলের থেকে ২ বল কম খেলে তিনি নতুন এই রেকর্ডের কীর্তি গড়েছেন। লিটনের এই অর্জনে আশরাফুল নিজেও উচ্ছ্বসিত, বলছেন বাকি দুই ফরম্যাটের রেকর্ডও ভেঙে ফেলবেন লিটন।

আজ (৩০ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের এক সময়ের এই তারকা ব্যাটার। এ সময় তিনি বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুটি রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। সে যেভাবে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি।’

আরও পড়ুন : কলকাতার ‘ডাক্তার’ লিটন, ‘অক্সিজেন’ সাকিব

রেকর্ডবুকে জায়গা করে নেওয়ার প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখা আনন্দের ব্যাপার। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। প্রথমবারেই আমারটা ছিল বিশ্বরেকর্ড। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। লিটন সেই অর্জন নতুন করে পেয়েছে দেখে ভালো লাগছে।’

এই টাইগার ব্যাটার আরও করেন, ‘লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে সে অসাধারণ খেলছে। সব ফরম্যাটেই ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন হাই স্ট্রাইক রেটে খেলছে বাকি দুই ফরম্যাটেও। আমরা সেটাই দেখতে চাই। লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। সে ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব তার এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

আরও পড়ুন : ‘লিটনকে দেখলেই ব্যাটিং সহজ লাগে স্টার্লিংয়ের’

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্ম নিয়ে আশরাফুল জানান, ‘তারা অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। যার প্রমাণ আমরা দিচ্ছি। আসলেই তারা এ বছর চমৎকার ক্রিকেট খেলছে।’ 

এসএইচ/এএইচএস