ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে সাকিব আল হাসানকে অধিনায়ক করেই ১৪ সদস্যের দল দিয়েছিল বিসিবি। সেই দলে রয়েছেন লিটন দাসও। অবশ্য তাদের এই টেস্ট দলে থাকা নিয়ে চলছিল সংশয়। কেননা সাকিব এবং লিটনের শুরু থেকেই আইপিএল খেলতে যাওয়া নিয়ে চলছিল নানা কথা। তবে শেষ পর্যন্ত টেস্ট খেলেই তারা ভারতের বিমান ধরবেন। 

এদিকে বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, সাকিব এবং লিটন দলে থাকলে দলের পরিবেশ বদলে যায়। রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, 'অবশ্যই তারা গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাকিবতো অধিনায়কই, লিটন এই মুহূর্তে আমাদের অন্যতম সেরা ক্রিকেটার। তারা দলে থাকলে স্বাভাবিকভাবে দলের পরিবেশ বদলে যায়। বেটার হওয়ার কথা। তাই-ই হচ্ছে আসলে। আইপিএলের ইস্যুটা হচ্ছে প্রথমে বোর্ডের সিদ্ধান্ত, একই সময়ে খেলোয়াড়দেরও ব্যাপার আছে, ওরা কি চাচ্ছে? আমি যেটা বলবো ওরা থাকাতে দলের পরিবেশ খুবই ভালো।' 

রাজ্জাকের দাবি সেরা দলটাই খেলুক, কেননা টেস্ট ম্যাচ জয়ের সুযোগ নেওয়া উচিত, 'আমার দিক থেকে আমি চাই একদম সেরা দলটাই খেলুক। যেহেতু এটা টেস্ট ম্যাচ, আমার মনে হয় না কোনো দলের সাথেই টেস্ট ম্যাচে সুযোগ নেওয়া উচিত। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আরেক দিক থেকে যদি বলেন...ওরকম পরিস্থিতিতে আমরা এখনো যাইনি যে ৪-৫ জন ক্রিকেটার না থাকলেও সমস্যা হবে না। আমাদের ওই পর্যায়ে যেতে আরও সময় লাগবে।' 

রাজ্জাক যোগ করেন, 'এখানে একেকজন একেক মন্তব্য দিবে। যার যেটা মনে হবে সে সেটাই দিবে। আমি সবার মন্তব্যকেই সম্মান করি। কারণ এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত কথা বলা হয়েছে। আল্টিমেট সিদ্ধান্ত নিবে ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিবে আমি সেটাকেই সাধুবাধ জানাই। যদি দিয়ে দিত তাতেও আমার সমস্যা ছিল না, যেহেতু দেয়নি তাতেও আমার সমস্যা নাই। বরং আমি খুশি। দিয়ে দিলেও আমি খুশি থাকতাম। কারণ আমি খেলোয়াড়দের বিপক্ষে না, আবার দলেরও বিপক্ষে না। এখন যেহেতু তারা আছে সেহেতু না থাকলে কি হত সে চিন্তাটা আর করতে চাই না। যখন থাকবে না তখন আমরা হয়তো চিন্তা করতে বাধ্য হব। যেটা নিয়ে আমি বাধ্য হচ্ছি না সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। যেটা আমি মনে করি।'

এসএইচ/এইচজেএস