ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এই পেসারের পরিবর্তে দলে ডাকা হয়েছে রেজাউর রহমান রাজাকে। এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুণ পেসারের। 

মূলত সাইড স্ট্রেইনের চোটের কারণে আগামীকাল  থেকে শুরু হওয়া  সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারবেন না তাসকিন।  জানা গেছে, এই চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই চোটে পড়েছিলেন তিনি। এরপর দিন কয়েক পেরিয়ে গেলেও সেটা থেকে সেড়ে ওঠতে পারেননি।  যে কারণে আজকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি এই পেসারকে।

এদিকে ইতোমধ্যেই আইরিশদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। উভয় সিরিজেই দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তাসকিন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন। ৩ ম্যাচে তার শিকার ৮ উইকেট, ইকনোমি রেট ৭.১০। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় সিরিজ সেরার পুরস্কার ওঠেছিল তার হাতে।

এইচজেএস