সাকিবের না থাকা কলকাতাকে ভোগাবে: ইউসুফ পাঠান
ফাইল ছবি
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে দেখা যাবে না সাকিব আল হাসানকে। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। এমন বাস্তবতায় সাকিবের বদলে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে নিয়েছে কেকেআর।
তবে সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান মনে করেন সাকিবের না থাকা বেশ ভোগাবে কলকাতাকে। কলকাতায় লম্বা সময় ধরে সতীর্থ ছিলেন তিনি ও সাকিব। তাই দলে তার কার্যকারিতা সম্পর্কে ভালোই ধারণা আছে পাঠানের।
বিজ্ঞাপন
সুনীল নারিন কিংবা আন্দ্রে রাসেল ছাড়া কলকাতায় তারকা ক্রিকেটার নেই বললেই চলে। তারওপর চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন কলকাতা কাপ্তান শ্রেয়াস আইয়ার। সাকিব নাম সরিয়ে নেওয়ায় মিডল অর্ডারেও একটি শূন্যতা তৈরি হয়েছে।
আরও পড়ুন: আইপিএলে প্রতি বলে আয় ৪৬ লাখ
বিজ্ঞাপন
দেশি ক্রিকেটারদের কেউই ফর্মে নেই। অন্যদিকে ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ব্রেকথ্রু এনে দিতে পারতেন।
ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে ইউসুফ পাঠান বলেন, ‘সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাট করার পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইনআপ, তাতে আইয়ারের পর সাকিবও না থাকা মানে কলকাতার ব্যাটিংয়ে ভোগা।’
মৌসুমের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে পাঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরেছে কলকাতা। আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় ঘরের মাঠ ইডেন গার্ডেনসে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে তারা।
এফআই