ইমরুলের সেঞ্চুরিতে বড় জয় সাকিবদের
ছবি: সংগৃহীত
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩৪৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামে সিটি ক্লাব। তবে ম্যাচজুড়ে কখনও পারেনি জয়ের সম্ভাবনা জাগাতে। সিটি ক্লাবের দুই ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ও আসিফ আহমেদের হাফ সেঞ্চুরিতে কেবল হারের ব্যবধানই কমিয়েছে দলটি। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সিটি ক্লাব সংগ্রহ করে ২৪৭ রান। ফলে ১০১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের মোহামেডান।
শুরুতে ভালো শুরুর আভাস দিয়েও দ্রুত ফিরেছেন জয়রাজ শেখ। সাকিবের করা গুড লেন্থের ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১০ রান করে এই ব্যাটার। তৌফাক খান তুষার দ্রুত গতিতে রান তুলতে থাকেন। তবে নাজমুল অপুর বলে ডিপ মিড উইকেটে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ২৪ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। এরপর মাজ আহমেদ সাদাকাতকে ১৭ রানে বিদায় করেন লিনটট।
বিজ্ঞাপন
এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন আসিফ রাতুল ও আব্দুল্লাহ মামুন। দারুণ ব্যাটিং করতে থাকা মামুন ৭০ রানে বিদায় নেন। তাকে সঙ্গ দেয়া আসিফ রাতুল আউট হয়েছেন ৫২ রানে।
এর আগে দিনের শুরুতে বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান দল। ওপেনার ইমরুল কায়েসের ১১৪* এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৭১ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে মোহামেডান সংগ্রহ করেছিল ৫ উইকেটে ৩৪৮ রান।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস