ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছিল বিসিবি। আর ঘোষিত সেই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে পেসার হিসেবে দলে ডাক পাওয়ার পরদিনই স্পিনার বনে গেলেন সাতক্ষীরার এই ক্রিকেটার।

চলমান ডিপিএলে শেখ জামাল ঢানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন মৃত্যুঞ্জয়। আজ সোমবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে বল হাতে ৯ ওভারের মধ্যে ৩ ওভারই স্পিন বোলিং করেছেন এই পেসার। যদিও দিনটা মৃত্যুঞ্জয়ের জন্য খুব একটা ভালো ছিল না, ৬৯ রান দিয়ে নিয়েছেন কেবল ২ উইকেট। তবে টানা ৮ ম্যাচ জয় পাওয়া আবাহনীর জয়রথ থামিয়েছে তার দল শেখ জামাল। 

ম্যাচ শেষে এই স্পিন বলার কারণ জানতে চাওয়া হলে গণমাধ্যমে মৃত্যুঞ্জয় বলেন, 'স্পিন চেষ্টা করছি না। আজকের উইকেটটা ওইরকম ছিল। স্পিন না ঠিক, কাছ থেকে জোরে বল করে যদি দুইজন ব্যাটসম্যানকে আউট করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। পরবর্তীতে মোসাদ্দেক আউট হয়ে গেল, যেটা আমাদের জন্য ভালো হয়েছে।’

ব্যাটসম্যানকে গতি দিয়ে চমকে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে মৃত্যুঞ্জয় আরো বলেন, ‘আজকে যদি দেখেন, মিডল ওভারে কিন্তু বল স্পিন করছিল। যেহেতু আমি জোরে বল করতে পারি, ছোট রানআপে যদি জোরে করতে পারি, সেটা ব্যাটসম্যানের জন্য খুব কঠিন হবে। এই চেষ্টাটাই ছিল।’

এসএইচ/এইচজেএস