ক্রিকেট বিশ্বের বড় বড় সব তারকাদের দেখা মেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। চার-ছক্কা আর অর্থের ঝন-ঝনানি সবমিলিয়ে মাস দুয়েক ক্রিকেট ভক্তদের বুঁদ করে রাখে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এমন রোমাঞ্চকর আয়োজনে বিজ্ঞাপনদাতাদেরও আগ্রহ থাকে তুঙ্গেযার সর্বশেষ নজির দেখা মিলল এবারের আসরে। আইপিএলের অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার জিও সিনেমা ইতোমধ্যে বিজ্ঞাপনের জন্য ২৩টি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। যা ভারতে যে কোনো আয়োজনের ডিজিটাল স্ট্রিমিংয়ে সর্বোচ্চ।

গণমাধ্যমগুলোর খবর, আইপিএলের গেল আসরে ডিজিটাল স্ট্রিমিং স্পনসরদের বিজ্ঞাপন থেকে যে পরিমাণ আয় হয়েছিল, এবার ইতোমধ্যেই সেই রেকর্ড ভেঙে ফেলেছে জিও সিনেমা। অনলাইনে খেলা দেখায় অনেক নতুন ফিচারও যুক্ত করেছে প্লাটফর্মটি। দর্শকরা ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি এবং গুজরাটিসহ দেশটির স্থানীয় অনেক ভাষায় ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে।

এছাড়া মাল্টি-ক্যাম, ফোর কে, হাইপ মোডের মতো ডিজিটাল ফিচারগুলো দর্শকদের টানতে সহায়ক হচ্ছে। প্রতিটি ম্যাচ দেখতে এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে প্রথম সপ্তাহের ছুটির দিনে দর্শক গড়ে ৫৭ মিনিট ছিলেন। গতবার একই প্লাটফর্মে আইপিএলের প্রথম সপ্তাহে দর্শকের তুলনায় তা ৬০ শতাংশ বেশি।

আইপিএলের গেল আসরে ডিজিটাল স্ট্রিমিং স্পনসরদের বিজ্ঞাপন থেকে যে পরিমাণ আয় হয়েছিল, এবার ইতোমধ্যেই সেই রেকর্ড ভেঙে ফেলেছে জিও সিনেমা।

জিও সিনেমার মালিক ভারতের মিডিয়া প্রতিষ্ঠান ভায়াকম ১৮। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অনিল জয়রাজ বলেন, ‘দর্শক সংখ্যার যে ধারাবাহিকতা আমরা ধরে রাখছি, তা ভারতে খেলাধুলা দেখার ক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রমাণ। আমাদের স্পনসর এবং বিজ্ঞাপনদাতারা ডিজিটালমাধ্যম হিসেবে জিও সিনেমার ওপর সবচেয়ে বেশি ভরসা রেখেছেন।’

আরও পড়ুন: আইপিএল খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার

জিও সিনেমা বিনামূল্যে স্ট্রিমিং সার্ভিস। আইপিএলের প্রথম সপ্তাহে এই স্ট্রিমিং সার্ভিসে ভিউ হয়েছে রেকর্ড পরিমাণ—৩৭৫ কোটি। শুধু ধোনির চেন্নাই সুপার কিংস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচেই এসেছে ১.৬ কোটির পিক কারেন্সি। জিও সিনেমা রেজিস্টারের সংখ্যা ২.৫ কোটি, এটাই একদিনে সবচেয়ে বেশি ইনস্টল করা অ্যাপের রেকর্ড।

ক্রিকেটপ্রেমীদের আরও বেশি করে যুক্ত করতে এবং তাদের অনন্য অভিজ্ঞতা দিতে জিও সিনেমা ‘জিতো ধন ধনা ধন’ নামে একটি নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে অংশ নিয়ে দর্শকরা প্রতি ম্যাচে একটি করে গাড়ি জেতার সুযোগ পাচ্ছেন।

এফআই