ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দল থেকে হঠাৎ বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিসিবি থেকে জানানো হয় বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। যে কারণে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না রিয়াদ।

আগামী মাসেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে তামিম ইকবালের দল। অবশ্য সেই সিরিজের দলেও রাখা হয়নি রিয়াদকে।

রিয়াদের এই দলে না থাকার বিষয়ে বৃহস্পতিবার কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘রিয়াদের (মাহমুদউল্লাহ) সুযোগ নেই, সেটা বলব না। আমরা সবাই জানি, সে কী করতে পারে। এখন কোনো একজন খেলোয়াড়কে যদি দেখতে চাওয়া হয়… দেখা গেল রিয়াদকে নিয়ে যাচ্ছে, সঙ্গে একজন ব্যাকআপ নিচ্ছে। কোনো কারণে যদি কেউ চোটে পড়ে, তাহলে যেন সমস্যা না হয়। ওইখানে কে ভালো করবে, এটা দেখা অন্যায় কিছু নয়।’

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত চলতি বছরের অক্টোবরে। আর সেখানে বাংলাদেশ দলের হয়ে রিয়াদের থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন মাশরাফি, ‘রিয়াদও রান করা শুরু করেছে। সে যদি ফর্মে চলে আসে, তাহলে অপশন তো আছেই। আমার মনে হয়, রিয়াদ সব সময় বিশ্বকাপের হিসাবে থাকবে।’

এসএইচ/ওএফ