ছবি: সংগৃহীত

পুরো বাংলাদেশ জুড়েই চলছে তীব্র তাপদাহ, একইসঙ্গে পবিত্র মাহে রমযান। এর মধ্যে দিয়েই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এমন গরমের মধ্যে ক্রিকেট চালিয়ে যাওয়া বেশ কঠিন কাজই বটে! একই কথা শোনা গেছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের কণ্ঠেও।

রোববার বিকেএসপিতে ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির এই পরিচালক। এসময় এই রোদে খেলা চালিয়ে যাওয়ার কারণে সুজন ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটার এবং আম্পায়ারদের। তিনি বলেন, 'খুবই কঠিন। কোনো সন্দেহ নেই যে, খুব কঠিন। আমি ছেলেদেরকে ধন্যবাদ দেই, আম্পায়ারদেরও দেই যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। এ গরমে এটা এত সহজ না। ছেলেরা আজকে বারবার অভিযোগ করতেছিল যে স্যার অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই।' 

সুজন আরো বলেন, 'এটা দৃষ্টি আকর্ষণ করার কিছু নেই। এটা সবাই দেখছে না গরম, সবাই আমরা ফিল করছি, রেকর্ড পরিমাণ গরম বলছে আবহাওয়া অধিদপ্তর থেকে ৫৮ বছরের। এরপরে আর দৃষ্টি আকর্ষণ হওয়ার কি, এটা তো সিসিডিএমকে হতে হবে, বিসিবিকে হতে হবে যে আসলে এ গরমটা আমরা কোনোভাবে...।'

'২০ ওভার হলেও কথা ছিল না, ৫০ ওভারের খেলা, লম্বা সময় খেলা হয়। তারপর আমরা একদিন পর পর বা দুদিন পরপর ম্যাচ খেলছি, এটা সহজ নয় যে, সপ্তাহে আপনি ৩টা ম্যাচ খেলছেন। আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি কোনোভাবে আমরা ক্যালেন্ডারের অন্যকোনো ফাঁকে এটা দিতে পারি কিনা। কারণ এ সময় ক্রিকেট থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। আমি মনে করি সেটার দিকে নজর দিলে ভালো হয়। একজন বোর্ড ডিরেক্টর হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা কোনো জায়গায় এটা দিতে পারি কি না।'

এসএইচ/এইচজেএস