ছবি: সংগৃহীত

চলতি বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল নিয়ে ছক কষতে শুরু করেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ দল ঘোষণা করতে আফগানিস্তান পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আসলে আমাদের স্কোয়াড চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব আমরা দেখব। সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।’ 

এদিকে সপ্তাহ খানেক পরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানকার বৈরী আবহাওয়া আর কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়া একটু কঠিনই হবে বলে মনে করেন বাশার। তবে তার ধারণা, সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে টাইগাররা।

বাশার বলেন, ‘মে মাসের শুরুতে ইংল্যান্ডে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। বৃষ্টি হতে পারে। উইকেট আদ্র থাকে। সবমিলিয়ে একদম বিরুদ্ধ পরিস্থিতিতে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা এখন প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারে।

এসএইচ/এইচজেএস