ঈদেও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছেন ইমরুল
বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশজুড়ে গতকাল (২২ এপ্রিল) থেকে এই উৎসবে মেতেছেন এই ধর্মাবলম্বীরা। নিজেদের মতো করেই ঈদ করছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। তাদের অধিকাংশই পরিবারের সঙ্গে এই আনন্দে শরীক হতে নিজ গ্রামে চলে গেছেন। ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসও গেছেন মেহেরপুরে। সেখানে ঈদের পরদিনই তিনি বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে যান।
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠকে তারা ভেন্যু বানিয়েছেন। মূলত এই ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে ইমরুলদের ২০০২ সালের ব্যাচের উদ্যোগে। পরবর্তীতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে খেলার ছবি শেয়ার করেছেন ইমরুল কায়েস।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> শাহিনকে নিয়ে মিরাজ-ইমরুলের ‘স্বপ্নের কারখানা’
ওই পোস্টের ক্যাপশনে ইমরুল লেখেন, ‘ছোটবেলার বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় পার করছি।’
বিজ্ঞাপন
এর আগে দিনের শুরুতে আরেকটি পোস্ট দিয়ে ইমরুল লিখেছিলেন, ‘বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছি।’
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ইমরুল খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এমনকি দলটির নেতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। প্রথমদিকে হারের বৃত্তে আটকে থাকলেও শেষদিকে টানা জয়ে সুপারলিগ নিশ্চিত করেছে মোহামেডান। দলকে ব্যাটিং নৈপুণ্য দিয়ে ইমরুল সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।
এসএইচ/এএইচএস