ছবি: সংগৃহীত

গ্রাহাম হিউমের বলটি তুলে মারলেন কুসাল মেন্ডিস। টাইমিংও হলো বেশ, কিন্তু যথেষ্ট উঁচুতে তিনি ওড়াতে পারলেন না বল। লং অফ সীমানায় লাফিয়ে ক্যাচ নিতে গিয়ে শুরুতে ভারসাম্য রাখতে পারলেন না ফিল্ডার ম্যাথু হামফ্রেজ। বল শূন্যে ছুড়ে তিনি বাইরে চলে গেলেন, পরক্ষণেই ভেতরে ঢুকে আবার মুঠোয় জমালেন বল। টিভি আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করলেন, ক্যাচ বৈধ। স্রেফ কয়েক ইঞ্চির জন্য ছক্কার বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারলেন না মেন্ডিস। 

বল আরেকটু ওপর দিয়ে গেলেই সেটি হতো মেন্ডিসের দ্বাদশ ছক্কা। কিন্তু গল টেস্টের চতুর্থ দিনে বৃহস্পতিবার হামফ্রেজের দারুণ ক্যাচে লঙ্কান ব্যাটসম্যান থমকে গেলেন ১১ ছক্কাতেই। অক্ষত রইল ওয়াসিম আকরামের ১২ ছক্কার রেকর্ড।

ডাবল সেঞ্চুরির আক্ষেপ অবশ্য এ দিন ঘুচিয়ে ফেলেন মেন্ডিস। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ১৯৪ রানে আউট হয়েছিলেন তিনি, ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষেই ফেরেন ১৯৬ রানে। এবার ক্যারিয়ার সেরা ২৪৫ রানের ইনিংস খেললেন আয়ারল্যান্ডের বিপক্ষে।

২৯১ বলের ইনিংসে ১৮ চারের সঙ্গে ১১ ছক্কা মারেন তিনি। লেগ স্পিনার বেন হোয়াইটের বলে মারেন ৫ ছক্কা, বাঁহাতি স্পিনার হামফ্রেজকে ৪টি, একটি করে মারেন অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন ও পেসার কার্টিস ক্যাম্পারকে। আরেকটি ছক্কার চেষ্টাতেই শেষ পর্যন্ত বেজে গেল বিদায় ঘণ্টা।

টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ১৯৯৬ সালে গড়েন আকরাম। জিম্বাবুয়ের বিপক্ষে শেখুপুরায় ৩৬৩ বলে ২৫৭ রানের অপরাজিত ইনিংসে ১২টি ছক্কা মারেন বাঁহাতি অলরাউন্ডার। এরপর তার রেকর্ডের খুব কাছে গেলেও শেষ পর্যন্ত ছুঁতে পারছেন না কেউ। মেন্ডিসকে দিয়ে ৬ দফায় ৫ ব্যাটসম্যান থমকে গেলেন ১১ ছক্কায়।

এইচজেএস