সাকিব-লিটনদের ছবি দিয়ে ফেইসবুকে কলকাতার রেকর্ড
ছবি: সংগৃহীত
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুব একটা সুবিধা করতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। কাগজে-কলমে এখনও প্লে অফের দৌড়ে টিকে থাকলেও আদতে সেই সম্ভাবনা নাই বললেই চলে। এবারের আসরে মাঠের খেলায় আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত এপ্রিলে সবধরনের খেলা মিলিয়ে জনপ্রিয় দলের তালিকায় তৃতীয় স্থানে ছিল কলকাতা।
২০২৩ সালের এপ্রিল মাসে ফেসবুকে মোট ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে বিশ্বের ৫টি জনপ্রিয় স্পোর্টস টিম র্যাঙ্ক করেছে ডিপোর্তেস ফিনানজাস। যেখানে গেল এপ্রিলে ফেসবুক থেকে পাওয়া সর্বোচ্চ ইন্টারঅ্যাকশনধারী পেইজ হল স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাদের পাওয়া মোট এনগেজমেন্ট সংখ্যা ২৫.৯ মিলিয়ন। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২২ মিলিয়ন।
বিজ্ঞাপন
বিশ্বের সেরা দুই ফুটবল ক্লাবের পরেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্সের অবস্থান। যারা এপ্রিল মাস জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে এনগেজমেন্ট পেয়েছে মোট ১৯.৪ মিলিয়ন। কেকেআরের পরে অবশ্য আছে ফুটবল ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।
— KolkataKnightRiders (@KKRiders) May 4, 2023
সাকিব, লিটনকে এবারের আইপিএলের জন্য ড্রাফট থেকে দলে নিয়েছিল কোলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া সরব করেছে কেকেআরের এডমিনরা সাকিব, লিটনের গ্রাফিক্যাল পোস্টে। ব্যক্তিগত ইস্যুতে সাকিব নিজের নাম শেষপর্যন্ত সরিয়ে নিলেও প্রথমবারের মতো আইপিএল খেলতে যান লিটন দাস।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এক ম্যাচেই শেষ লিটনের আইপিএল অধ্যায়
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে একাধিক ছবি, ভিডিও পোস্ট করেছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি, তাতে সাড়াও পেয়েছে বেশ। অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে লিটনের ছবিতেই যেন মানুষের আগ্রহ বেশি, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। লিটন, সাকিবই এবার কোলকাতাকে এনে দিলেন সোশ্যাল মিডিয়ায় সাফল্য।
এইচজেএস