চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যদিও বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আসন্ন এই মেগা আসরের সূচি এখনও প্রকাশ করেনি। তবে বাংলাদেশের বিশ্বকাপ দলটা সময় নিয়েই দিতে চান নির্বাচকরা। বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন এই তথ্য জানিয়েছেন। গতকাল (৬ মে) পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সম্প্রতি দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনদের মতো ক্রিকেটাররা। তবে তারা বিশ্বকাপ ভাবনায় রয়েছেন কিনা সেই উত্তরও দিয়েছেন বিসিবির এই নির্বাচক। জানালেন বিশ্বকাপ দলে অবশ্যই সবাইকে নিয়ে চিন্তা-ভাবনা চলছে।

আরও পড়ুন >> ব্যাটে অনুজ্জ্বল সৌম্য, পথ বাতলে দিলেন দুই কোচ

জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার বলেন, ‘আমরা সবাইকে নিয়ে আলোচনা করছি। সেটা যখন দল দেবো, তখনই বোঝা যাবে। সুযোগ কম বা বেশি ব্যাপারটা এমন না। আমাদের বিশ্বকাপ দলটা কেমন হবে, সেটা নিয়ে এখনও চিন্তা-ভাবনা করিনি। আমরা সবাইকেই মাথায় নিয়ে এগোচ্ছি। কারণ বিশ্বকাপ দল ঘোষণার আগে আমরা সময় নিয়ে সবকিছু বিবেচনা করতে চাই। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।’

বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার

রিয়াদ-আফিফ সেই চিন্তার মধ্যে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথমেই বলেছি কেউ আমাদের চিন্তা-ভাবনার বাইরে নেই। একটা লম্বা গ্রুপ নিয়ে চিন্তাভাবনা করছি। এজন্য বিশ্বকাপের দলটা একটু সময় নিয়ে সবদিক বিবেচনা করেই দিতে চাই।’

আরও পড়ুন >> ‘আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ কন্ডিশন’

এদিকে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। সেই প্রসঙ্গে বাশার বলেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। একটা ম্যাচ খেলার সুযোগ ছিল প্রস্তুতি নেওয়ার জন্য। বৃষ্টির কারণে সেটা মিস করেছি। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য ভালো হত। যদিও কিছুটা অনুশীলনের সুযোগ পাচ্ছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় পাচ্ছি হাতে। কিন্তু আমার মনে হয় একটা ম্যাচ খেলতে পারলে ভালো হত।’

এসএইচ/এএইচএস