ছবি: সংগৃহীত

রোববার মিরপুর শের-ই-বাংলায় ডিপিএলের সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এই ম্যাচে স্পোর্টম্যানশিপের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রান্তিক নওরোজ নাবিল।

মূল ঘটনাটি ঘটে ম্যাচের ৩০তম ওভারে। ব্যাক্তিগত ৭৫ রানে ব্যাট করছিলেন নাবিল। এ সময় শেখ জামালের বোলার সাইফ হাসানের করা স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপারের হাতে। তাতে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানসহ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ক্রিকেটাররা জোরালো আবেদন করেন। কিন্তু সাড়া দেননি আম্পায়ার। তবে আম্পায়ার আউট দেয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন নাবিল।

নাবিলের এমন ঘটনায় নিশ্চয়ই সততার পরিচয় মেলে। তরুণ এই ক্রিকেটার এমন সিদ্ধান্তে পেয়েছেন প্রতিপক্ষ ক্রিকেটারদেরও বাহবা। এ সময় শেখ জামালের ক্রিকেটাররা দৌড়ে গিয়ে নাবিলের কাঁধে হাত রেখেও কথা বলেছেন। এদিন শেখ জামাল আগে ব্যাট করে সংগ্রহ করে ২৭৬ রান।

এসএইচ/এইচজেএস