আইরিশ শিবিরে প্রথম আঘাত হানলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত
২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দেখে-শুনে শুরু করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোহেনি। তবে বাংলাদেশি পেসারদের তোপের মুখে খুব বেশি দূর এগোতে পারেনি এই জুটি। ইনিংসের ষষ্ঠ ওভারে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলটি ফ স্টাম্পের বাইরে লেন্থ ডেলিভারী ছিল এই বাঁহাতি পেসারের। সেখানে কাট করতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন ডোহেনি। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৪ রান।
৬ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১ রান। ৪ রান নিয়ে উইকেটে আছেন বার্লবির্নি, অপর অপরাজিত ব্যাটার স্টার্লিংয়ের সংগ্রহ ৪ রান।
বিজ্ঞাপন
এর আগে চেমসফোর্ডে ব্যাটিং করতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান এসেছে তামিমের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন মুশফিক, মিরাজের ব্যাট থেকে এসেছে ৩৭ রান।
এইচজেএস
বিজ্ঞাপন