আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা এখনো কাটেনি। চলতি বছরের সেপ্টেম্বরে আসরটি শুরুর কথা থাকলেও তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূলত ভারতের খেলতে অনাগ্রহের কারণে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। যদিও অন্য দেশগুলো আগ্রহ না দেখানোয় সে প্রস্তাবও ধোপে টেকেনি। এছাড়া কদিন আগে নিরপেক্ষ ভেন্যু তথা ইংল্যান্ডের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। 

পিসিবি প্রধানের এমন প্রস্তাব নিয়েও চলছে তুমুল আলোচনা। এর মধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে নাজাম শেঠির মানসিক সুস্থতা নিয়ে প্রশ্নও তুললেন তার পূর্বসূরী রমিজ রাজা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা বলছেন, ‘এশিয়া কাপ লর্ডসে হলে দারুণ হবে, পিসিবি চেয়ারম্যানের মুখে এই কথা শুনে আমি বিস্মিত। তিনি মানসিকভাবে সুস্থ আছেন তো? যেখানে বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের প্রধান লক্ষ্যই হচ্ছে দলগুলো যেন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে।’

দীর্ঘদিন পাকিস্তানের মাটিতে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই অচলবস্থা কাটিয়ে বাবর আজমদের দেশে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এরপর তাদের মাটিতে গিয়ে সিরিজ খেলেছে প্রায় সব দেশ। তবে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় সামনে এনে তাদের মাটিতে যেতে রাজি নয় ভারত। আসন্ন এশিয়া কাপ খেলতে সেখানে যেতে ভারতের অনীহা বিপদে ফেলেছে দেশটিকে।

তবে পাকিস্তান চায় না সম্পূর্ণ টুর্নামেন্টই (এশিয়া কাপ) বাতিল হয়ে যাক। তাই তো নতুন করে নিরপেক্ষ ভেন্যুতে এবারের আসর আয়োজনের প্রস্তাব দেয় দেশটি। এক সাক্ষাৎকারে পিসিবি সভাপতি নাজাম শেঠি যুক্তরাজ্যে এশিয়া কাপ আয়োজনের কথা জানায়। তিনি বলছেন, ‘এশিয়া কাপ ইংল্যান্ডে আয়োজনের সম্ভাবনা রয়েছে।’

পিসিবি চেয়ারম্যানের এমন প্রস্তাবে আপত্তি আছে রমিজ রাজার। এছাড়া আগামী পিএসএল দুবাইয়ে করা যেতে পারে-এমন প্রস্তাবও মনে ধরেনি সাবেক এই বোর্ড প্রধানের। নাজাম শেঠিকে নিশানা করে তিনি বলেন, ‘আরও যে বিষয়টা আমাকে রাগান্বিত করেছে, পিসিবি চেয়ারম্যান বললেন ট্যাক্সের জটিলতা থাকায় তারা পাকিস্তানের পরিবর্তে আরব আমিরাতে পিএসএল আয়োজন করতে চান। একদিকে আপনি বলছেন, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ, অন্যদিকে বলছেন পাকিস্তানে পিএসএল হওয়া উচিত নয়। এর মানেটা কী?’

এফআই