আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। আগামী ১৪ জুন মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। কিন্তু ইনজুরির কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই ম্যাচে পাচ্ছে না স্বাগতিকরা। যার কারণে দলের নেতৃত্বেও বদল এসেছে। গুঞ্জন রয়েছে সাদা পোশাকে অধিনায়ক সাকিবের ঘাটতি মেটাবেন লিটন দাস। তবে ব্যাট-বলে সাকিবের ঘাটতি পূরণ হওয়ার নয়। কারণ তিনি যে একের ভেতর সব। সেই সুরই বেজে উঠেছে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলের চোটে ছিটকে যান সাকিব। বলা হয়েছিল অন্তত ৬ সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে টেস্ট ম্যাচেও সাকিবের উপস্থিতি মিস করার কথা জানিয়েছেন বাশার। তবে অন্য স্পিনার ও পেসারদের ওপর তিনি আস্থা রাখার কথা জানিয়েছেন।

আজ (২৫ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের না থাকা নিয়ে কথা বলেন বাশার, ‘যদি আমাদের দলটা দেখেন, তারা দুই বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল ও মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক সমৃদ্ধ। ফলে আমরা প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তা-ভাবনা হয়ে গেছে।’

সাকিব থাকলে বাড়তি সুবিধা হয় দাবি করে বাশার আরও বলেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। মূলত সাকিব-মুশফিক দুজন থাকলে আমরা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী আমরা সেটা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’

এসএইচ/এএইচএস