ছবি: সংগৃহীত

সেঞ্চুরি ছুঁতে তখন ৩ বলে প্রয়োজন ৯ রান। জোড়া চারে সেই পথে এগিয়ে গেলেন নিগার সুলতানা জ্যোতি। শেষ বলে সুইপ শটে এক রানে পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। দুর্দান্ত ব্যাটিংয়ে আগ্রাসী সেঞ্চুরির পর অবশ্য সাদামাটাভাবেই সারলেন উদযাপন।

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে সেঞ্চুরি উপহার দিলেন জ্যোতি। ৭৬ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। সেঞ্চুরির হাতছানি থাকলেও একটুর জন্য পারেননি তার সতীর্থ ফারজানা হক। অভিজ্ঞ ব্যাটার অপরাজিত রয়ে যান ৯২ রানে।  

এছাড়া প্রথম দিন পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন শারমিন আক্তার, আয়েশা রহমান, লেকি চাকমা, রুবাইয়া হায়দার ও সুমাইয়া আক্তার।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ১৪৮ রানে জিতেছে রুপালি ব্যাংক। ২৮৭ রানের লক্ষ্যে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ১৩৮ রান করে গুলশান।

সংক্ষিপ্ত স্কোর:

রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ: ৫০ ওভারে ২৮৬/২ (সাথি ৩৯, ফারজানা আক্তার ৪২, ফারজানা হক ৯২*, নিগার ১০০*; লেকি ১০-০-৬০-০, ফুয়ারা ১০-১-৩৯-০, রিয়া ৭-০-৫০-১, ঝুমুর ৯-০-৪৭-০, রুপা ১০-০-৫৬-১, শিরিন ২-০-১৫-০, মুর্শিদা ১-০-১২-০, তাহিন ১-০-৭-০)।

গুলশান ইয়ুথ ক্লাব: ৫০ ওভারে ১৩৮/৮ (মিশু ১, শারমিন ৪০, নিপা ১, তাহিন ২, লেকি ৫৮, রিয়া ০, মুর্শিদা ৯, শিরিন ১১*, ঝুমুর ৫, ফুয়ারা ২*; রিতু ১০-২-২১-০, নাহিদা ৮-৩-২০-২, আশরাফি ৬-০-২৮-২, দিপা ৭-২-১৮-১, সাথিরা ৮-০-১৭-০, মুক্তা ৬-০-১৭-০, শরিফা ৬-০-১৪-২)

ফল: রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ১৪৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা জ্যোতি

এইচজেএস