ছবি: সংগৃহীত

তিন সেঞ্চুরিতে আইপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি রান শুবমান গিলের। ফাইনালে উঠেছে তার দল গুজরাট টাইটান্সও। তবে গিলকে আইপিএলের সেরা পাঁচ ব্যাটারের তালিকায় রাখেননি বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটারের সেরা পাঁচে নেই বিরাট কোহলির নামও। 

আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন গিল। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৬০.৭৮ গড় এবং ১৫৬.৪৩ স্ট্রাইক রেটে সবচেয়ে ৮৫১ রান করেছেন ডানহাতি এই ওপেনার। গুজরাটের বেশিরভাগ জয়েই অবদান রেখেছেন তিনি। এদিকে ব্যাটিংয়ে সময়টা একেবারে খারাপ কাটেনি কোহলির।

১৪ ম্যাচ খেলা এই ব্যাটার দুই সেঞ্চুরিতে করেছেন ৬৩৯ রান। তার চেয়ে বেশি রান করেছেন কেবল ফাফ ডু প্লেসি ও গিল। তবুও তাদের নিজেরা সেরা পাঁচ ব্যাটারের তালিকায় রাখেননি শেবাগ। ওপেনাররা বেশি সময় ব্যাটিং করার সুযোগ পাওয়ায় তাদের রাখেননি বলে নিশ্চিত করেছেন তিনি।

শেবাগের পাঁচ ব্যাটারের তালিকায় আছেন রিংকু সিং, শিভম দুবে, যশস্বী জয়সাওয়াল, হেনরিখ ক্লাসেন ও সূর্যকুমার যাদব। এবারের মৌসুমে ফিনিশার হিসেবে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন রিংকু। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে ৪৭৪ রান করেছেন তিনি। তার উল্লেখযোগ্য পারফরম্যান্স গুজরাটের বিপক্ষে শেষ ওভারে টানা ৫ ছক্কা মেরে কলকাতাকে জেতানো।

রিংকুকে নেয়ার ব্যাখ্যায় শেবাগ বলেন, ‘আমি খুব বেশি ওপেনারকে নিইনি কারণ তারা অনেক বেশি সুযোগ পায়। আমার মাথায় প্রথম যে ব্যাটারের কথা মাথায় আসে সে রিংকু সিং। আমার মনে হয় না আপনি আমাকে কারণ জানতে চাইবেন। এমনটা কখনও হয়নি একজন ব্যাটার পাঁচটি ছক্কা মেরে দলকে জিতিয়েছে। শুধুমাত্র রিংকু সিং এটা করেছে’

‘আমার দ্বিতীয় পছন্দ মিডল অর্ডার ব্যাটার শিভম দুবে। তার স্ট্রাইক রেট ১৬০ এর উপরে (মূলত ১৫৮.৮৪)। ‘তৃতীয় ব্যাটার হিসেবে আমার পছন্দ জয়সাওয়াল। একজন দুর্দান্ত ওপেনার।  ‘তৃতীয় ব্যাটার হিসেবে আমার পছন্দ জয়সাওয়াল। একজন দুর্দান্ত ওপেনার। ‘সবশেষ আমি টস করে যেকাউকে নিতে পারি কিন্তু এখানে বেশ কয়েকজন ছিল। কিন্তু আমি আরও একজন মিডল অর্ডার ব্যাটার নেবো এবং তার নাম হেনরিখ ক্লাসেন'-আরও যোগ করেন শেবাগ।

এইচজেএস