ছবি: সংগৃহীত

শেনজেন প্রিমিয়ার ক্রিকেট লীগের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা টাইটান্স। শেনজেন প্রপার্টিজ লিমটেডের স্পন্সরে ও শেনজেন বাংলাদেশ কমিউনিটি ইন চায়না আয়োজিত এ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে যমুনা কিংস। 

গতকাল রবিবার চীনের শেনজেনের সংগং স্পোর্টস স্টেডিয়ামে আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে ট্রফি ও ১৫০০ ইউয়ান। আর রানার্সআপ হওয়া কিংস শুধু ট্রফি পেয়েছে। আসরে তৃতীয় হয়েছে মেঘনা ভিক্টোরিয়ান্স। আজকের ফাইনলালে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহসিন ইমাম চৌধুরী রুনু। তিনি খেলয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। 

আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াজ। ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার পান এম. এস. সানি। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন পদ্মা টাইটান্সের ইমতিয়াজ হোসেন। সেরা ইমাজিং ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সালেকুর।

পদ্মা টাইটান্স দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন নেক্সাস কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমতিয়াজ হোসাইন। মেঘনা ভিক্টোরিয়ান্স দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন ওয়ান টাচ্ বিজনেস সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাবেদ জাহাঙ্গীর।

এইচজেএস